স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া আসবে বলেও এল না। অস্ট্রেলিয়ার উদ্ভট সিদ্ধান্তে বাংলাদেশের দর্শকদের হৃদয় যে কতটা ভাঙ্গা তা ছুঁয়ে গেছে সদ্য বিদায়ী অসি অধিনায়ক মাইকেল ক্লার্ককে।
অসি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করতে পারেননি অ্যাসেজ সিরিজ চলার সময় ক্রিকেটকে বিদায় জানানো ক্লার্ক।
বাংলাদেশের বিপক্ষে নিজ দলকে নিয়ে ঢাকায় আসার কথা ছিল তার। হঠাৎ অবসরে যাওয়ায় পরে নিশ্চিত হয় ক্লার্ক নয় স্টিভেন স্মিথ অধিনায়ক হয়ে বাংলাদেশের মটিতে পা রাখছেন।
কিন্তু অসি ক্রিকেট বোর্ডের ইউটার্নে টিম নিয়ে আসা হয়নি স্মিথের। অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসাটাকে দুঃখজনক বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন তিনি।
অসিরা না আসায় ঢাকায় মানববন্ধন করে ক্রিকেটপ্রেমীরা। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অসি ক্রিকেট টিমের ছন্দ বেশ পছন্দ করে।
এই দুটি বিষয় তাড়িত করেছে ক্রিকেটের কিংবদন্তি ক্লার্ককে। বাংলাদেশের দর্শকদের সমবেদনা জানিয়েছেন ক্লার্ক। তিনি বলেছেন, ম্যাচগুলো দেখার জন্য যারা টিকিট কিনেও উপেক্ষিত তাদের জন্য আমি সমব্যথী।
অসি ক্রিকেট বোর্ডের সাথে দ্বিমত পোষণ করে মাইকেল ক্লার্ক বলেন, অন্তত পরবর্তী সিডিউল ঠিক করে সফর স্থগিত করা উচিৎ ছিল বোর্ডের। পরে কখন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ ঘোষণা হবে এই আশায় রয়েছেন তিনি নিজেই।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর