স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। এই ক্লাবে খেলেই নতুন পরিচিতি পান তিনি।
পরে তাকে দলে নেয়ার জন্য নানা মহলের চেষ্টা ছিল সব সময়। কত সহ্য করবে রিয়াল? প্রাণভোমরা ক্রিস্টিয়নো রোনালদোকে দলে ভেড়ানোর জন্য অনেক চেষ্টা করছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
এখন তার ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছেন রোনালদোকে নিতে হলে পিএসজিকে ১ বিলিয়ন ইউরো খরচ করতে হবে। পেরেজ বলেন, ‘পিএসজি যদি রোনালদোকে কিনতে চায় তবে রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো দিতে হবে।
রোনালদো ইউরোপে ব্যক্তিগত সর্বাধিক ৫৮ ম্যাচে ৬৬ গোল করেন। দুইবারের বর্ষসেরা তিনি। রোনালদোকে ধরে রাখতে এই ঘোষণা দিয়েছেন পেরেজ বলেও অভিযোগ অনেকের।
পেরেজ পরিস্কার করে বলেন, আমরা রোনালদো হারাতে চাইনা। আমাদের সাথে আরো ৩ বছরের চুক্তি রয়েছে তার।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর