বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১০:৩১

জেনে নিন, জাতীয় দলের ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

জেনে নিন, জাতীয় দলের ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

স্পোর্টস ডেস্ক: গত মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে গতকাল মাস্টার কার্নিভালের ফাইনাল ম্যাচ থাকায় সাকিব, মাশরাফি, তামিম ও মাহমুদুল্লাহরা মিরপুরেই থেকে গেছেন। এছাড়া সকালে মাশরাফি, মুশফিক, সৌম্য, ইমরুল ও রুবেলরা গিয়েছিলেন জঙ্গীবাদ বিরোধী মিছিলে।

সকালের অনুষ্ঠান শেষ করে রুবেল হোসেন রওয়ানা দেন বাগেরহাটের উদ্দেশ্যে। এনামুল হক বিজয় আজ বাড়ি যাবেন। সাব্বিরের আগামীকাল রাজশাহী যাওয়ার কথা রয়েছে। মাহমুদউল্লাহ নিজ বাড়ি ময়মনসিংহে যাবেন ঈদের দুদিন আগে। মাশরাফি বিন মুর্তজারও একই পরিকল্পনা।

তবে জাতীয় দলের দুই সুপারস্টার সাকিব ও তামিমের ঢাকায় ঈদ করার কথা রয়েছে। কাঁধের অস্ত্রোপচার করিয়ে আসা মুস্তাফিজুর রহমান মঙ্গলবার ঢাকায় এলেও দুই-একদিনের মধ্যে আবার সাতক্ষীরা ফিরে যাবেন বলে জানা গেছে।

আজো অনেক ক্রিকেটার ঢাকা ছেড়েছেন। সিলেট থেকে ম্যাচ খেলে ঢাকায় ফিরে আসা এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও ছুটি পেয়েছেন। ঢাকায় ফিরে অপেক্ষা করেননি তারা। রিপোর্ট করে যার যার মতো করে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়েন।

ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে গেছেন কোচিং স্টাফরাও। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলতি সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়ায় পৌঁছান। ছুটিতে থাকলেও বৃহস্পতিবার ব্রিসবেনে তাসকিন ও সানীর বোলিং অ্যাকশন পরীক্ষার সময় উপস্থিত ছিলেন হাথুরুসিংহে। সদ্য নিয়োগপ্রাপ্ত বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দেশের উদ্দেশে রওনা হন গত মঙ্গলবার। এ ছাড়া সহকারী কোচ রিচার্ড হ্যালসেল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ানও ছুটিতে গেছেন।  

প্রসঙ্গত, ঈদের পর ১৮ সেপ্টেম্বর হতে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করবেন মাশরাফিরা। ওই দিন সকাল ৯টায় ক্রিকেটারদের হাথুরুসিংহের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। দ্বিপক্ষীয় দুটি ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের পুল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ জনের পুল থেকে ১৪-১৫ ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড চূড়ান্ত করবেন অধিনায়ক, কোচ ও নির্বাচক প্যানেল।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে