স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জাতীয় ক্রিকেট টিম জিম্বাবুয়ের হারারেতে রয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি সফরে ৩টি ম্যাচ খেলেছে পাকিস্তান।
তিনটি ম্যাচেই জয় পাকিস্তানের। জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে উপেক্ষিত ছিলেন মোহাম্মদ আমের। জাতীয় দলে ডাক না পেলেও তার ঝলক দেখে মুগ্ধ না হয়ে পারবেননা ইমাদরা।
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই বাঁ-হাতি পেসার শুক্রবার মুলতানের এক ঘরোয়া ম্যাচে দুর্দান্ত বোলিং উপহার দিয়ে হয়েছেন খবরের শিরোনাম।
১ সেপ্টেম্বর পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হয় আমেরের। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে নিজের প্রথম ম্যাচকেই স্বরণীয় করে রাখতে পারলেন আমের।
পাকিস্তানের ঘরোয়া লিগে সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশনের হয়ে খেলছেন আমের। শুক্রবার মাঠে নামেন পাকিস্তানের স্টেট ব্যাংকের বিপক্ষে। এদিন একাই ৭টি উইকেট নিয়ে জয় এনে দেন দলকে।
ম্যাচের পরে এক সাক্ষাৎকারে আমের বলেন, আমি আমার পারফর্ম অনুভব করছি। ভালো পারফর্ম নিয়েই জাতীয় দলে ফিরতে চাই। প্রসঙ্গত, এখন আমিরের জাতীয় দলের হয়ে খেলতে কোনো বাধা নেই। এখন এটা শুধু পিসিবির নির্বাচকদের বিষয়।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর