শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১১:৩৯:৩৪

ভারত-আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বিতর্ক চরমে!

ভারত-আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বিতর্ক চরমে!

স্পোর্টস ডেস্ক : ডুমিনির ব্যাটে রোহিতের স্বপ্নভঙ্গ! টি-২০ ম্যাচে দুর্লভ সেঞ্চুরি করেও জয়ের স্বাদ পেলেন না রোহিত৷ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷

১৪ ওভারে তিন উইকেটে ১২৬ প্রোটিয়াবাহিনি৷জেতার জন্য দরকার ৩৬ বলে ৭৪ রান। ১৩ ওভারে তিন উইকেটে ১১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম আন্তর্জাতিক উইকেট অরবিন্দের।

দশম ওভারে আমলা ও ডি ভিলিয়ার্সের উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে প্রোটিয়া বাহিনী৷ রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫১ রানে ডাগ-আউটে ফিরেছেন ডে’ভিলিয়ার্স৷

সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়াবাহিনীর কাছে হার টিম ধোনির৷ প্রথম টি-২০ ম্যাচ জিতে ৭২ দিনের ভারত সফর শুরু করল দক্ষিণ আফ্রিকা৷ ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে না-পারায় হতাশ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচ হেরে জেপি ডুমিনির আউট নিয়ে আম্পায়ারদের দুষলেন ধোনি৷ এবার ভারত-আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বিতর্ক চরমে!

ভারত অধিনায়ক বলেন, ‘যখন কোনও সিদ্ধান্ত বিপক্ষে যায় তখন দল চাপে পড়তে বাধ্য৷’ দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৭ তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ডুমিনির বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদন নাকচ করে দেন আম্পায়ার৷

ম্যাচ শেষে তাই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগড়ে দেন ধোনি৷ তবে আম্পায়ারিং নিয়ে ভারত অধিনায়কের এই সমালোচনা ভালো চোখে দেখছেন না ম্যার রেফারি ক্রিস ব্রড৷ আম্পায়ারিংয়ের পাশাপাশি ম্যাচ হারের জন্য বোলারদেরও একহাত নিয়েছেন ধোনি৷ সূত্র : কলকাতা 
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে