শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১২:২৩:১৬

চূড়ান্তভাবে সতর্ক করা হলো বাংলাদেশের সেই খেলোয়াড়কে

চূড়ান্তভাবে সতর্ক করা হলো বাংলাদেশের সেই খেলোয়াড়কে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের কিছু খেলোয়াড়দের দেশপ্রেম নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। দলের কিছু খেলোয়ড় নাকি জাতীয় দলের হয়ে গা বাঁচিয়ে খেলেন। অথচ তারা সুযোগ বুঝে বাফুফেকে না জানিয়ে  জেলা অথবা অন্য কোন ক্লাবের হয়ে খেপ খেলে চলছেন। ঠিক তেমনই অভিযোগ উঠেছে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে অবসরে থাকা হেমান্ত কুমার ভিনসেন্টকে নিয়ে। তিনি বেশ কিছু দিন যাবত ইনজুরিতে রয়েছেন অথচ বিভিন্ন যায়গায় খেপ খেলায় ব্যস্ত রয়েছেন।

জাতীয় ফুটবল দলের শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ করায় তাকে এসতর্ক করা হয়েছে এবং একইসঙ্গে আগামী ৬ মাসের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে এক বছরের জন্য সব ধররনের ফুটবল থেকে বহিঃস্কার করা হবে।

জানা গেছে, ইনজুরির অজুহাতে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ না দিয়ে গত ১৭ সেপ্টেম্বর দিনাজপুরে আঞ্চলিক টুর্নামেন্টে ‘খেপ’  খেলতে যান হেমন্ত কুমার ভিনসেন্ট। পরের দিনও ক্যাম্পে অনুপস্থিত ছিলেন তিনি। তবে বিষয়টি জানাজানি হলে দলের নতুন কোচ ফ্যাভিও লোপেজ হেমন্তকে অনুশীলন ক্যাম্পে নেন নি। শৃঙ্খলাভঙ্গের কারণেই অনুশীলন ক্যাম্পে হেমন্তকে নেওয়া হয়নি।

প্রসঙ্গত, চার বছর আগে জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী একই অপরাধ করায় আর্থিক জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল। দুই লাখ টাকা করে জরিমানার পাশাপাশি ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল ওই দুই ফুটবলারকে।
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে