শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪২:৩৪

বাংলাদেশ সফরে না আসলে মরগানের জায়গায় নতুন অধিনায়ক

বাংলাদেশ সফরে না আসলে মরগানের জায়গায় নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : সময় বেঁধে দেয়া হয়েছে ইয়ান মরগানকে। দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশ সফর থেকে নিজেকে তুলে নিতে পারেন তিনি। তবে মনের পরিবর্তন না ঘটালে অধিনায়কত্বের আর্মব্যান্ড হারাতে পারেন মরগান। বাংলাদেশ সফরে না আসলে মরগানের জায়গায় নতুন অধিনায়ক।  

দলের পরিচালক অ্যান্ডু স্ট্রাউস অবশ্য শনিবারের মধ্যে খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে বলেছেন। একই সঙ্গে কেউ নাম প্রত্যাহার করে নিলে দলে ফেরার কোনো নিশ্চয়তা নেই বলেও সতর্ক করে দিয়েছেন। আর মরগান তার মনের পরিবর্তন না ঘটালে স্থায়ীভাবে অধিনায়কত্ব হারাতে পারেন।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। এরপর এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার ও পেসার লিয়াম প্লাঙ্কেট এবং ওয়ানডে অধিনায়ক মরগান। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচের পর মরগান বলেছেন, বাংলাদেশ সফরের আগে তাকে নিশ্চিত হতে হবে, মনোযোগের একটা বড় অংশ মাঠের বাইরে খরচ করতে হবে না তাকে।

এমন অভিজ্ঞতার মুখোমুখি আগেও হয়েছেন মরগান। ২০১০ সালে আইপিএল চলাকালে ব্যাঙ্গালুরুতে বোমা বিস্ফোরণ ও ২০১৪ সালে বাংলাদেশে নির্বাচন নিয়ে সহিংসতার সময়। সেই পুরোনো অভিজ্ঞতার কথা মনে করে তিনি বলেছেন, ‘এর আগেও মনোযোগে বিঘ্ন ঘটার মতো ঘটনা আমি দেখেছি। নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা নিয়ে এমনটা এক বা দুইবার ঘটেছে। যখনই এমন হয়েছে, নিজেকে বলেছি, ঝামেলার মধ্যে আর যাব না।’

স্ট্রাউস বলেন, কেউ যদি চোটে পড়ে তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে দলে (তার) জায়গার দখল হারায়, এটা ঠিক তেমন ব্যাপার। আর সেক্ষেত্রে কেউ যদি সত্যিই ভালো করে ফেলে তাহলে তার(ফেলে যাওয়া) জায়গার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। একজন না গেলে আরেকজনের জন্য দরজা খুলে যাবে। আমি আশা করবো নিয়মিত খেলোয়াড়দের সবাইকে ঢাকার বিমানে পাবো।

তবে আন্তর্জাতিক ক্রিকেট চলার সময় মাঠের বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় নেই উল্লেখ করে মরগান বলেছেন,  ‘আন্তর্জাতিক ক্রিকেট কিংবা যে কোনো ক্রিকেটেই অন্য বিষয়ে উদ্বিগ্ন হওয়া যায় না। এটা জীবনে সেরা সময় হওয়া উচিত। এমন বিষয় এটি যেটাতে আপনি এগিয়ে যেতে চাইবেন। এখানে ভালো করতে উন্মুখ ও মনোযোগ দেওয়ার সামর্থ্য থাকতে হবে।’

আর সন্ত্রাসী হামলার পর অন্য কোনো দল বাংলাদেশ সফর করেনি সে স্মরণ করিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘অবশ্য এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের খেলোয়াড়েরা আগে কখনই সফর বাতিল করেনি। তবে সন্ত্রাসী হামলার পর সেখানে (বাংলাদেশে) এখনো কেউ সফর করেনি। কাজেই বড় সিদ্ধান্ত হবে এটা।’

ইংল্যান্ড ওয়ানডে দলের অফিসিয়াল ভাইস ক্যাপ্টেন বাটলার। তিনি আগেই সফরের ব্যাপারে আপত্তি তুলেছেন। টেলিগ্রাফ বলছে, এর ফলে আগামীতে ইংল্যান্ড ওয়ানডে দলের পূর্ণ অধিনায়ক হওয়ার তার জন্যে কঠিন হয়ে যাবে।

টেলিগ্রাফের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়ার বাতিল করা বাংলাদেশ সফরও। প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও খেলোয়াড়দের আপত্তির মুখেই বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে