স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অতিথেয়তাকে ফিরিয়ে দিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তাদের দাবি বাংলাদেশে আসলে তাদের ওপর জঙ্গি হামলা হতে পারে। তবে বাংলাদেশে অবস্থানরত একই দেশের কোচ অ্যাশলে চার্লস রস বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি বাংলাদেশিদের অতিথেয়তা এবং নিরপত্তা ব্যবস্থা অসাধারণ।’
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে লেভেল-৩ কোচিং কোর্স। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ১৮ দেশ থেকে আসা কোচদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ অ্যাশলে।
বাংলাদেশে আসতে তার দল রাজি না হলেও তিনি এখানে নিরাপদে রয়েছেন এবং এখানকার আতিথেয়তার প্রশংসা করেছেন।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিসির একাডেমীর এই কোচ বলেন, ‘এখানে আতিথীয়তা ও নিরাপত্তা অসাধারণ। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। এই কোর্স শেষ না হওয়া পর্যন্ত আমি তাদের সঙ্গে কাজ করবো।’ তথ্যসূত্র:যমুনা টেলিভিশন।
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু