শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩৭:৫৩

প্রসঙ্গ ইংল্যান্ডের বাংলাদেশ সফর: ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদ দিয়েছে বার্মি আর্মি

প্রসঙ্গ ইংল্যান্ডের বাংলাদেশ সফর: ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদ দিয়েছে বার্মি আর্মি

স্পোর্টস ডেস্ক : আলোচনায় ইংল্যান্ডের বাংলাদেশ সফর। এ ইস্যুতে ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদ দিয়েছে বার্মি আর্মি।  ইংল্যান্ড ক্রিকেট সমর্থকদের সংগঠন বার্মি আর্মির প্রতিষ্ঠাতা পল বার্নহ্যাম দিয়েছেন এই নতুন খবর।  

তিনি মনে করেন, বাংলাদেশ সফরে এখনও ঝুঁকি রয়েছে। তিনি বাংলাদেশে আগামী সাত অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজে ইংলিশ সমর্থকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলেছেন।

পল বার্নহ্যাম মনে করেন, খেলোয়াড়দের চেয়ে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটু কষ্টকর। বিসিবি রেডিও ফাইভ লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টকর, কারণ তারা এক সাথে আসবেন না। এটা পরিস্কার যে, খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া এর চেয়ে অনেক সহজ। কারণ, ওরা সবাই এক সাথে এক জায়গায় থাকবে, এমনকি এক সাথেই চলাচল করবে।’

যেখানে এখনও নিরাপত্তাজনিত ঝুঁকি আছে সেখানে যাওয়াটাকে আদৌ সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন না বার্নহ্যাম। সমর্থকদের তিনি নন-রিফান্ডেবল ফ্লাইটের টিকেট বা হোটেল বুকিং করতে বারণ করে দিয়েছেন তিনি।

বললেন, ‘আমি এমন কিছু মানুষকে জানি, যারা এরই মধ্যে ফ্লাইটের টিকেট কেটে ফেলেছে। তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। নন-রিফান্ডেবল বিমান টিকেট বা হোটেল বুকিং করা থেকে বিরত থাকতে সবার প্রতি আমার পরামর্শ রইলো।’

জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডের জন্য দল ঘোষণা করবে। আর সংস্থাটির পরিচালক ও সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউস সাফ জানিয়ে দিয়েছেন, সফর থেকে কেউ নিজের নাম প্রত্যাহার করে নিলে সেটা তার ভবিষ্যৎ ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্থ করতে পারে।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে