শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১০:৩৩

‘আমার কাছে জাদুর কাঠি নেই’

‘আমার কাছে জাদুর কাঠি নেই’

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অপরাধে ৫ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই লর্ডসে, সেই ইংল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক টেস্টে ফিরেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে ৪ ম্যাচের এই টেস্ট সিরিজে ১২টি উইকেট পেয়েছেন তিনি। ৪ উইকেট পেয়েছেন ৪ ওয়ানডেতে।

তবে আমিরের কাছে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। এই প্রত্যাশার প্রসঙ্গেই আমির বলেন, যখনই খেলি আমার কাছে অনেক প্রত্যাশা থাকে। আমার কাছে তো জাদুর কাঠি নেই।

তিনি বলেন, এটা আন্তর্জাতিক ক্রিকেট। রাতারাতি উন্নতি করা যায় না। প্রায় ৬ বছর পর এই পর্যায়ের ক্রিকেটে ফিরেছি। জানি আমাকে আরো পরিশ্রম করত হেবে। সময় লাগবে। আমি যখন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করি তখনও নজর কাড়তে বছরখানেক সময় লেগেছিল।

তিনি আরো বলেন, সবচেয়ে ভালো কথা এই সিরিজ আমার জন্য সবচেয়ে চাপের ছিল। সেটা ভালো ভাবে কেটেছে। আত্মবিশ্বাস বেড়েছে। আমি নিশ্চিত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার পারফরম্যান্স আরো ভালো হবে। তাদের বিপক্ষে আগেও ভালো করেছি। প্রত্যেক ম্যাচেই আমি উন্নতি করছি।
৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে