শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৩:২৫

এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন আশরাফুল

এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন আশরাফুল

সামিউল ইসলাম শোভন :  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরতে। কিন্তু সেটি হয় নি। তবে চলতি সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন তিনি। এরই মধ্যে দলও পেয়েছেন। এনসিএলের ২০১৬-১৭ মৌসুমে তিনি খেলবেন ঢাকা মেট্রোর হয়ে।

বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন আশরাফুল নিজেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ ছিলেন গত তিন বছর। যা শেষ হয়েছে আগস্টের ২৬ তারিখে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞার ব্যপ্তি আরো দুই বছর। অর্থাৎ, শুধু ঘরোয়া ক্রিকেটেই খেলা হচ্ছে তার।

আশরাফুল জানান, ফিরে আসার লড়াইটা শুরু হচ্ছে জাতীয় লিগ দিয়ে। এবার ঢাকা মেট্রোর হয়ে খেলবো। আশা করি ভালো করবো। সামনের দিকেই আমার চোখ এখন। আশা করি ফিরতে পারবো ভালোভাবেই। সব পুষিয়ে দিতে চাই। সবার দোয়া চাই।

এদিক, গেল বারের মতো এবারও দুই টায়ারে জাতীয় লিগ অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমের প্রথম টায়ারের দলগুলো হচ্ছে, বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ। দ্বিতীয় টায়ারের দলগুলো হচ্ছে- রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ।-প্রিয়
৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে