শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৪:৩৫

ফুরফুরে মেজাজে তাসকিন-সানি

ফুরফুরে মেজাজে তাসকিন-সানি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন টেস্ট দেন তাসকিন। তার কিছু সময় পর পরীক্ষা দেন সানি।ফলাফল জানতে অপেক্ষায় থাকতে হবে আরও দুই থেকে তিন সপ্তাহ।

ধারণা করা হচ্ছে, এ যাত্রায় পার পেয়েই যাবেন এই দুই বোলার। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে লিখেছেন, এবার কেবল ফলাফলের অপেক্ষায়। সবাই আমার জন্য দোয়া করবেন।

সানির তার ফেসবুক পেজে লিখেছেন, অস্ট্রেলিয়াতে বোলিং পরীক্ষা দিয়েছে আরাফাত সানি ভাই। সবাই সানি ভাইয়ের জন্য দোয়া করবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, হাথুরুসিংহে বলেছেন যে বোলিং পরীক্ষায় তাসকিন উৎরে যাবেন। ওর পরীক্ষা খুবই ভালো হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, তাসকিন মুক্ত হয়েই ফিরবে। ওর যেটুকু সমস্যা ছিল, সেটি খুব একটা বড় নয়। আশা করছি, ও ভালোভাবেই ফিরবে।

গত ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তাসকিন-সানি। তাদের দেশে ফেরার কথা ২১ তারিখ। সেখানে তাদের সঙ্গ দেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

টি-২০ বিশ্বকাপ চলাকালীন সময়ে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তাসকিন ও সানি।
৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে