শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৯:৩৯

সৌরভের ক্যারিয়ার শেষ করে দিচ্ছিলেন শচীন!

সৌরভের ক্যারিয়ার শেষ করে দিচ্ছিলেন শচীন!

সবাই জানেন সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার অভিন্ন-হৃদয় বন্ধু। জুতো জোড়া যেদিন তুলে রাখলেন সৌরভ, সেদিন শচীন কেঁদে ফেলেছিলেন। প্রিয় বন্ধুকে সই দিয়েছিলেন শচীন। সেই সই এখনও সংগ্রহে রেখে দিয়েছেন সৌরভ।

দু’জনের বন্ধুত্ব সেই কবে থেকে! কিন্তু অনেকেই জানেন না খবরের ভিতরকার খবর। অনেকেই জানেন না সৌরভের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। সৌরভ সেই তিক্ত অভিজ্ঞতার কথা আজো মনে রেখেছেন। আর সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সৌরভের মুখ লাল হয়ে যায়। চোখেমুখে ফুটে ওঠে ভয়-ভীতি।

সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল। সেই সফরে আলটপকা মন্তব্য করে সমালোচনার ঝড় তুলে দিয়েছিলেন শচীন। ডেভিড নোয়েল সেবার জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। আর ‘মাস্টার ব্লাস্টার’ নোয়েলকে চিনতে না-পেরে বলেই ফেলেছিলেন, ‘কে এই নেয়েল?’ এর থেকেও বড় ঘটনা ঘটেছিল সেই সফরে।

সৌরভের স্মৃতিতে এখনো তা জীবন্ত। তৃতীয় টেস্ট ম্যাচ ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ১২০ রান। খুবই অল্প রান। কিন্তু ভারতের অতলান্ত গভীরতার ব্যাটিং লাইন আপ সেই রানও তুলতে পারেনি। একমাত্র ভিভিএস লক্ষ্ণণ দু’সংখ্যার রান তুলতে সক্ষম হন। বাকিরা ক্রিজে এসেছেন আর গিয়েছেন।

ক্যারিবিয়ানদের রান তাড়া করতে নামার আগের দিন টিমমেটদের উদ্দেশে সৌরভ বলেছিলেন, ‘আগামিকাল সকালে রানের জন্য ঝাঁপাতে হবে।’ বাস্তবে ঘটে উলটোটাই।

একের পর এক ভারতীয় ব্যাটসম্যানের ‘হারাকিরি’ দেখে নিজেকে আর সংযত রাখতে পারেন নি শচীন। ছাপার অযোগ্য ভাষায় সৌরভকে আক্রমণ করেন শচীন। আসলে দেশের হতশ্রী ব্যাটিং বিপর্যয় মেনে নিতে পারেন নি ‘মাস্টার ব্লাস্টার’। তাই রাগ এসে পড়েছিল বন্ধু সৌরভের উপরে। সেই অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে সৌরভ এখনো বলে থাকেন, সচিন আমাকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে প্রায় বাড়িই পাঠিয়ে দিচ্ছিল।-এবেলা
৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে