শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:২৮:৩৮

খেলা চলাকালীন প্রতিপক্ষের সাথে রবিচন্দ্রন অশ্বিনের হাতাহাতি

খেলা চলাকালীন প্রতিপক্ষের সাথে রবিচন্দ্রন অশ্বিনের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক : ভারতের দক্ষিণে রাজ্যতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ালেন বর্তমানে টেস্টে এক নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। রীতিমতো হাতাহাতি শুরু করে দেন তিনি। অনেক কষ্টে দুই আম্পায়ার এবং অন্য ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চিপক সুপার গিলিস এবং দিন্দিগুল ড্রাগনসের ম্যাচে এই ঝামেলা হয়। ঘটনার সূত্রপাত দিন্দিগুলের ইনিংসের ১৬ তম ওভারে। ১৭৩ রান তাড়া করতে নেমে তখন ১০৯ রান তুলেছিল দিন্দিগুল। ব্যাট করছিলেন জগদীশন নারায়ণ (৬০) এবং অশ্বিন। চিপকের বাঁ হাতি স্পিনার আর সাই কিশোরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হয়ে যান নারায়ণ। এরপরেই আস্ফালন করতে করতে নারায়ণকে ধাক্কা মারেন সাই কিশোর। শুরু হয়ে যায় বচসা। বেশ কিছুক্ষণ পর শান্ত হন অশ্বিন।

শেষপর্যন্ত ৬ রানে এই ম্যাচ জিতে নেয় চিপক। খেলা শেষ হওয়ার পর অশ্বিন বলেছেন, উত্তেজনার মুহূর্তে ওই ঘটনা ঘটে গিয়েছে। এর বেশি কিছু নয়। তবে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ম্যাচ রেফারি শাস্তি দিতে পারেন বলে জানা গিয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে