শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৪:৫৬

‘ভারতের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি’

‘ভারতের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি’

স্পোর্টস ডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেট কোচ গ্যারি কার্স্টেন জানালেন, অধিনায়ক কোহলি সকলকেই খুব উদ্বুদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির উত্থান নিয়ে একেবারেই বিস্মিত নন গ্যারি।

তিনি বললেন, দেশের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি। ওর ট্যালেন্ট নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। মাঠের ভিতরে ওর পারফরম্যান্সই সব কথা বলে দেয়। টেস্ট ক্রিকেটে ও দেশকে দারুণ নেতৃত্ব দেয়। সবথেকে বড় ব্যাপার, ও দলের সকলেই উদ্বুদ্ধ করতে পারে।

রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমিতে ১০ দিনের একটি ক্যাম্পে যোগদান করেছেন কার্স্টেন। তিনি ভারতের কোচ থাকাকালীন, দেশ ২০০৮ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয় করে।

তাঁকে ধোনি এবং কোহলির মধ্যে তুলনা করতে বলা হলে তিনি বলেন, “ধোনি খুব ভালো অধিনায়ক। ভারতের কোট থাকাকালীন ধোনির সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। কিন্তু, ভারতের কোচিং ছেড়ে দেওয়ার পর আমি সেইভাবে আর ভারতীয় দলের খেলা দেখিনি। তাই ধোনি এবং বিরাটের মধ্যে আমি একেবারেই তুলনা করতে চাই না।”
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে