স্পোর্টস ডেস্ক : আসরের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানের টার্গেট দেয় ভারত। এই রান টপকে ভারতকে হারিয়ে দেবে দক্ষিণ আফ্রিকা! যা ছিল ধারনার বাইরে।
কিন্তু ম্যাচ শেষে ধারনা পাল্টে যায় সবার। ২০০ রান করেও ভারতের পরাজয়ের মূল কারণটা আসলে কি? এই প্রশ্নটা সবার। ভারত ৫ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৯৯ রান করে।
ভারতের পক্ষে অসাধারণ খেলেন রোহিত শর্মা। ৬৬ বলে ১০৬ রানের ইনিংস আসে তার ব্যাটে। ১২ টি চার ও ৫টি ছয়ে সাজান ইনিংস। ৪৩ রান করে বাকি কাজটা সারেন বিরাট কোহলি। আফ্রিকান বোলারদের শাসিয়ে বেশ প্রভাবশালী ব্যাটিংয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ভারত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদেও একই হাল। আমলা, বিহারডিন ও ডু প্লিসিসের ব্যাট জ্বল জ্বল করলেও তা যথেষ্ট ছিলনা এই বিশাল লক্ষ্য টপকানোর জন্য।
জেপি ডুমিনি অতিমানবীয় ক্রিকেট খেলেন ভারতের বিপক্ষে। ডুমিনির স্টাইক রেট ছিল ২০০। ডুমিনির অতিমানবীয় ব্যাটিংয়ের কারণেই তছনস হয়ে যায় রোহিতের প্রাপ্তি ও ভারতের জয়ের স্বপ্ন।
ম্যাচের একটি দিক খুবই বিস্ময়কর। সেটি হলো রোহিত করেছেন ১০৬ রান। অন্যদিকে ডুমিনি করেছেন ৬৮ রান। এর পরেও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ডুমিনি।
ডুমিনি ৩৪ বলে ৬৮ রান করে দলকে বিজয়ী করেন বলেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর টি-টোয়েন্টির মত আসরে সেঞ্চুরি করেও এই দৃশ্য দেখতে হলো রোহিত শর্মাকে।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর