শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৭:২৯

মিসবাহর হাতে পুরস্কার তুলে দিতে পাকিস্তান আসছে আইসিসি

মিসবাহর হাতে পুরস্কার তুলে দিতে পাকিস্তান আসছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান হারলেও বড় একটি সাফল্য এই সফরেই অর্জন করেছ পাকিস্তান। পাকিস্তান এখন টেস্টে বিশ্বসেরা দল। আইসিসি পাকিস্তানকে দেবে এর স্মারক।  

বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিসবাহর হাতে পুরস্কার তুলে দিতে পাকিস্তান আসছে আইসিসি। আগামী ২১ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পুরস্কার দিবে আইসিসি। অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বর্তমান রেটিং পয়েন্ট পদ্ধতিতে এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। ২০০৩ সাল থেকে এ পদ্ধতি চালু হয়। এবারের ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ জিতে পাকিস্তান। দারুণ পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে মিসবাহর দল।

পুরস্কারটি হস্তান্তর করবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন। পুরস্কার দেওয়ার পর সংবাদ সম্মেলনেও আসবেন রিচার্ডসন।

নিজেদের পাশাপাশি অন্যান্য দলগুলোর পারফরম্যান্সেও ‘ভালো-খারাপ’ পারফরম্যান্সে শীর্ষে উঠে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান হারায় তারা। ভারত ওয়েস্ট ইন্ডিজে চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। বৃষ্টির কারণে শেষ টেস্ট ম্যাচটি জিততে পারেনি কোহলির দল। ওই ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে টপকে ভারত শীর্ষস্থানে যেত। বৃষ্টিতে টেস্ট ড্র হওয়ায় পাকিস্তান শীর্ষস্থানে উঠে আসে।

১১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আসে পাকিস্তান। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১১০। তিনে ও চারে থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট ১০৮। এরপর আছে দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯৫), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।
১০আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে