শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০২:৪৩:০৫

বদলে গেল পাকিস্তানের ক্রিকেট টিমের চিত্র

বদলে গেল পাকিস্তানের ক্রিকেট টিমের চিত্র

স্পোর্টস ডেস্ক : শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামে পাকিস্তান। পাকিস্তানের একাদশের দিকে দৃষ্টি যেতেই দেখা গেল এক ওলটপালটের চিত্র।

পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে এক নতুন মুখের। হারারেতে এরই মধ্যে বল হাতে নিয়েছেন তিনি। প্রথম ওয়ানডের জন্য স্কোয়াডে থাকা বিলাল আসিফকে একাদশে নেয়া হয়েছে দ্বিতীয় ওয়ানডের জন্য।

বিলালকে সুযোগ করে দেয়ার জন্য বড় পরিবর্তন আনতে হয়েছে পিসিবিকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের নায়ক ইমাদ ওয়াসিমকে দলের বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে একাদশ থেকে ছিটকে গেছেন আহমদ শেহজাদ। তার পরিবর্তে আসাদ শফিককে দলে নেয়া হয়েছে। কয়েকটি ম্যাচ ধরে ব্যাটে সাফল্য নেই শেহজাদের।

গত ৩টি ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭, ৭ ও ১২ রান। যা দরজা খুলে দিয়েছে শফিকের জন্য। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বদলে যাওয়া পাকিস্তান ক্রিকেটে টিমের একাদশে রয়েছেন-

আজাহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, আমের ইয়ামিন, বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে