শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৪:৪১

টি২০ র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি

টি২০ র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : টাইগারদের বিপক্ষে লড়ার আগেই একটি সুখবর পেল আফগানরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টির র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। এই র‌্যাঙ্কিংয়ে আগের মত তারা এক ধাপ এগিয়েই আছে টাইগারদের তুলনায়।

আইসিসিরি হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী, নিউজিল্যান্ড যথারীতি শীর্ষেই রয়েছে। ভারত দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে। বেশ কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ম্যাচ না খেলা বাংলাদেশ আফগানিস্তানের পেছনে থেকে যথারীতি দশ নম্বরেই রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে বাজে অবস্থা পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে নয় উইকেটের বড় ব্যবধানে জয় পেলেও সাত নম্বরে রয়েছে সরফরাজ আহমেদের দল। পাকিস্তানের পরে শ্রীলঙ্কার অবস্থান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছে। দক্ষিণ আফ্রিকা চার, অস্ট্রেলিয়া পাঁচ ও ইংল্যান্ড রয়েছে ছয় নম্বরে।

সর্বোচ্চ ১৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ দশে থাকা অপর দলগুলোর পয়েন্ট যথাক্রমে- ভারত (১২৬), ওয়েস্ট ইন্ডিজ (১২৫), দক্ষিণ আফ্রিকা (১১৯), অস্ট্রেলিয়া (১১৪), ইংল্যান্ড (১১৩), পাকিস্তান (১০৭), শ্রীলঙ্কা (৯৪), আফগানিস্তান (৭৮) ও বাংলাদেশ (৭৪)।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে