শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৩:৩৯

আবারো ‘ফ্যাব ফোর’ পেয়েছে ভারত

আবারো ‘ফ্যাব ফোর’ পেয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ বা ফ্যাবুলাস ফোর বলা হয় শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে। এই চার ক্রিকেটার প্রায় একই সময়ে অবসর নেওয়ায় কিছুটা ব্যাটিং সংকটে পড়ে ভারত। ব্যাটিং কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার মনে করেন তাদের শূন্যতা পূরণ হয়েছে।

সঞ্জয় বাঙ্গারের মতে, ‘রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে আর নতুন সেনসেশন লোকেশ রাহুল এই চার ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের শূন্যতা পূরণ করতে পেরেছেন।

তিনি বলেন, ২০০০ সালের পর আবার ভারতীয় স্থায়ী ব্যাটিং জুটি তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কোহলি, পূজারা, রাহানের মতো রাহুলও টেস্ট দলে নিজের জায়গাটা তৈরি করেছে। রাহুলের আসার পর দলে দারুণ প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছে রাহুল। ব্যাটিংয়ে অশ্বিনের ভূমিকা দলে নতুন একটি মাত্রা যোগ করেছে। যে কোনো ফরম্যাটে অলরাউন্ডারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর অশ্বিন তার সেরাটা দেখিয়ে চলেছে।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে