শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫২:৪৩

ইউওসিপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব

ইউওসিপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব

স্পোর্টস ডেস্ক : রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের ইউনিভার্সিটি সেন্ট্রাল অব পাঞ্জাবকে (ইউওসিপি) ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

শনিবার গল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে ইউওসিপি। জবাবে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইউল্যাব। রোববার শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুলের বিপক্ষে ফাইনালে লড়বে দলটি।

জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইউল্যাবের। দলীয় স্কোর বোর্ডে ১ রানে উঠতেই ফিরে যান ওপেনার ইন্তেসার। তবে একপ্রান্তে আগলে ছিলেন অধিনায়ক হাসানুজ্জামান। ১৭ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৫ রানের ইনিংসটা লড়াইয়ে রাখে দলটিকে। এরপর দ্রুতই তিনিও ফিরে যান সাজঘরে।

অধিনায়কের বিদায়ের পর  অভিষেক মিত্র (২২) ও মোহাম্মদ ইসলাম (৮) দেখেশুনে ইউল্যাবকে এগিয়ে নেন। তবে ইউওসিপি’র বোলারদের আধিপত্য বহাল থকে। ১৭তম ওভারটি পাল্টে দেয় ম্যাচের হিসাব, এই ওভারটিতে দল যত রান করবে তার সমপরিমান রান যোগ হবে। গুরুত্বপূর্ণ  সেই ওভারে ২৪ রান আসলে আবার ম্যাচে ফিরে আসে ইউল্যাব। শেষ পর্যন্ত মেরাজ নিলয়ের ২৩ বলে ২৮ রানের কার্যকরী ইনিংসে জয় নিশ্চিত হয় ইউল্যাবের।

এর আগে ওপেনার তায়াব তাহিরের করা ৪১ বলে ১০ চারে ৬০ রানের ওপর ভর করেই ৮ উইকেটে ১৫২ রান করে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর। এছাড়া জুনায়েদ আলি ১৮ বলে ৩০ ও আশফন্দি মেহরান ২৩ বলে ২৪ রানে ভর করে ১৫৩ রান করে ইউওসিপি।

ইউল্যাবের হয়ে মাহবুবুর রহমান ৪ ওভারে ১৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আরিফুর রহমান দুটি ও আনজুম আহমেদ নেন একটি উইকেট। এই টুর্নামেন্টে ইউল্যাবের হয়ে খেলেছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে