শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০১:২১

এমন ঈদ আসেনি সাকিব-তামিমের

এমন ঈদ আসেনি সাকিব-তামিমের

রবিউল ইসলাম : দুই বন্ধুর দুই সন্তান প্রথমবারের মতো ঈদ করছেন দাদার বাড়িতে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজকন্যা আলাইনা হাসান অব্রি এবং তামিম ইকবালের রাজপুত্র আরহাম ইকবাল খান প্রথমবারের মতো দাদার বাড়িতে ঈদ করছে। সবমিলিয়ে আত্মীয়-স্বজনরা একটু বেশিই ব্যস্ত তাদের ‘প্রথম’ ঈদ উদযাপনে।

শুক্রবার বিকালে অব্রি এবং আরহাম দুই জনই দাদার বাড়িতে পৌঁছেছে। বুঝতে না শিখলেও ঈদটা ওদের জন্য বিশেষই। প্রথমবার দাদা বাড়িতে ঈদ বলে কথা!

আরহামের বয়স মাত্র ৬ মাস। কোলে কোলেই কাটে তার সময়। দাদা বাড়িয়ে গিয়ে তার আদর যে আরো বেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তামিম ইকবাল তো ঘোষণাই করেছেন এই ঈদটা ওর জন্য স্পেশাল!

আরহাম প্রথম ঈদটি কেটেছে মালয়েশিয়ায়। জীবনের প্রথম ঈদটা তাই শুধু দাদা বাড়ি নয়, দেশেরই বাইরে। গত ২৮ ফ্রেব্রুয়ারি তামিম-আয়েশার কোল জুড়ে আসে আরহাম। ব্যাংককের এক হাসপাতালে জন্ম হয় আরহামের। ওর ঈদ নিয়ে বাবা তামিম ইকবাল বলেছেন, ‘ওর (আরহাম) জন্য অবশ্যই স্পেশাল। বাংলাদেশে ওর প্রথম ঈদ । আগের ঈদে ও দেশের বাইরে ছিলো। পরিবারের সঙ্গে প্রথম ঈদ।’ তামিমের কাছে তাই, ‘এটা অবশ্যই ওর জন্য স্পেশাল থাকবে। অবশ্যই এটা ওর জন্য মনে রাখার মতো জিনিসও হবে।’

তিনি আরো বলেন, ‘যদিও ও অনেক ছোট। এতো কিছু বুঝবে না। এখন হয়তো ওর তোলা ছবিগুলো থাকবে, ভবিষ্যতে যা কোনও স্মৃতিময় ঘটনা হয়ে থাকবে। বড় হলে সবার সঙ্গে বিষয়গুলো শেয়ার করতে পারবে। বাবা হিসেবে আমিও রোমাঞ্চিত।’

এদিকে তামিম বাবা হওয়ার দুই মাস আগে মেয়ে সন্তানের বাবা হন সাকিব। গত বছরের ৯ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির কন্যা সন্তানের জন্ম দেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদ-উল-আযহা পালন করবেন জন্মস্থান মাগুড়াতে। এজন্য শুক্রবার বিকালে বিমানযোগে স্ত্রী শিশির ও কন্যা অব্রিকে নিয়ে মাগুড়া পৌঁছেছেন সাকিব।

সাকিবের জন্য এবার বাড়তি আনন্দ যোগ হচ্ছে মেয়ের সঙ্গে নিজের জন্মস্থানে ঈদ উদযাপনের করছেন বলে। আগের ঈদের সময় সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব, তার মাঝেও দুই দিনের জন্য ঢাকায় এসেছিলেন বিশ্বসেরা এই ক্রিকেটার। যদিও বাড়িতে যাওয়া হয়নি অব্রির। এ কারণে এবারই প্রথমবারের মতো দাদা-দাদী আর আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে অব্রি। এই আনন্দ অব্রিকে না ছুলেও ছুয়ে যাবে সাকিবকে-এটাই স্বাভাবিক।-বাংলা ট্রিবিউন
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে