রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩২:৩৪

মাত্র তেইশেই ক্রীড়াজগতকে স্তব্ধ করে চোখ বুজলেন এই মেয়ে

মাত্র তেইশেই ক্রীড়াজগতকে স্তব্ধ করে চোখ বুজলেন এই মেয়ে

স্পোর্টস ডেস্ক: বিশ্ব রোয়িংয়ের অন্যতম সেরা সম্ভাবনাময়ী খেলোয়াড় ২৩ বছরের আইলিশ শিহান অকালে চলে গেলেন। পোল্যান্ডের পোজনানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোয়িং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পর টিমমেটদের সঙ্গে সেলিব্রেশনের সময় পা পিছলে পড়ে যান আইলিশ। তখনই মাথায় গভীর আঘাত লাগে তাঁর। সেই আঘাতেই মৃত্যু হয় তাঁর।

গত রবিবার ইভেন্ট শেষে যখন মেডেল জেতেন, তখন কেউ স্বপ্নেও ভাবতে পারেননি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বড় রকমের দুর্ঘটনার শিকার হবেন আইলিশ। টিমমেট এবং বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় বেরিয়েছিলেন সেলিব্রেট জয়কে করতে। সে সময় হঠাত্ইপ পা পিছলে পড়ে যান আইলিশ। দেখে বোঝা যায়নি তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তড়িঘড়ি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তার পর থেকে ক্রমাগত ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তবে শুক্রবার তিনি হেরে যান।

দ্বৈত নাগরিকত্ব থাকায় ইংল্যান্ড এবং মাতৃভূমি আয়ার্ল্যান্ডের হয়ে রোয়িং প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন তিনি। শেষ সময় তাঁর পাশে ছিলেন আইলিশের পরিবার এবং নিকট আত্মীয়রা। তাঁরা কেউই এখনও বিশ্বাস করতে পারছেন না যে আইলিশ আর নেই। শুধু রোয়িংয়েই নয়, রীতিমতো ভালো অ্যাথলিট ছিলেন আইলিশ। শট পাট এবং জ্যাভেলিনে বিশ্ব স্কুল লেভেলে আয়ার্ল্যান্ডের হয়ে তিনি রেকর্ডও গড়েন।-এইসময়
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে