রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৫:৫৬

আইসিসি সভাপতির বিরুদ্ধে ভারতীয় বোর্ডের যুদ্ধঘোষণা!

আইসিসি সভাপতির বিরুদ্ধে ভারতীয় বোর্ডের যুদ্ধঘোষণা!

স্পোর্টস ডেস্ক:  হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির সভাপতির বিরুদ্ধে আগেই যুদ্ধঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শশাঙ্ক মনোহরকে যে তীব্রভাষায় আক্রমণ করবেন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর, তা সম্ভবত কেউ কল্পনা করেননি।

শনিবার দলীপ ট্রফির ফাইনালে দেখতে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট হিসাবে মনোহর একটা ডুবন্ত জাহাজকে রেখে গিয়েছেন।’’ সেখানেই না থেমে ক্ষুব্ধ ঠাকুর বলেছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত অভিমত নয়। বোর্ড সদস্যদের সার্বিক প্রতিক্রিয়া এটাই। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যখন আইনি লড়াইয়ের জন্য আমাদের প্রয়োজন ছিল মনোহরকে, তখনই তিনি মাঝপথে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আইসিসি-তে চলে গেলেন।’’

তার পরই ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের উক্তি, ‘‘উনি সেই ক্যাপ্টেনের মতো যিনি সতীর্থদের ডুবন্ত জাহাজে ফেলে রেখে নিজে সরে গেলেন।’’ বরং অভিযোগের সুরে অনুরাগ ঠাকুর এমনও জানিয়েছেন যে, ‘বিগ থ্রি’ প্রভাবকে অস্বীকার করে আইসিসি যখন সংবিধান সংশোধন করেছিল, তখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন শশাঙ্ক মনোহর। কিন্তু তিনি সেই সময় পাল্টা কোনও উদ্যোগই নেননি। ‘‘উনি ভারতীয় বোর্ডের স্বার্থ না দেখে আইসিসিকে বেশি প্রাধান্য দিলেন। এটা কাঙ্ক্ষিত ছিল না,’’ বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে