শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৩:৫১:৫০

জাতীয় লিগে চার-ছক্কার বন্যায় সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়ে নিলেন সেই টাইগার

জাতীয় লিগে চার-ছক্কার বন্যায় সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়ে নিলেন সেই টাইগার

স্পোর্টস ডেস্ক : শনিবার শুরু হয় জাতীয় ক্রিকেট লিগের আসর। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাঠে নামে বরিশাল ও সিলেট বিভাগ। শক্তির বিচারে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। দুই দলেই রয়েছেন জাতীয় দলের সাবেক বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

জাতীয় লিগ বলে তারকাদের মাঝে মাঠে নামার সুযোগ এ দল ও এর নিচের কিংবা জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের।

যেমন জাতীয় দলের বাইরে থাকা অলক কাপালি সিলেটের হয়ে খেলছেন। এনামুল হক জুনিয়র রয়েছেন সিলেট দলে। অন্যদিকে শাহরিয়ার ও সোহাগ গাজী খেলছেন বরিশাল বিভাগের হয়ে।

তারকাদের মাঝে ঝলকানি দেখালেন এক নবীন ক্রিকেটার। ইনি হলেন, ফাইজাল মাহমুদ। ৯ চার ও ৩ ছয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে ১০৩ রান করেছেন তিনি।

বৃষ্টির আগে ম্যাচ বন্ধ থাকার আগে দুরন্ত ব্যাটিং করেই নজর কাড়েন ফাইজাল মাহমুদ। আর এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ২৯৫ রান করে বরিশাল বিভাগ।

প্রসঙ্গত, বরিশাল বিভাগের শাহরিয়ার নাফিজ ও শাহীন এদিন হাফসেঞ্চুরির দেখা পান।  দলকে একটি ভাল উদ্ধোধনী জুটি (১১৬)  উপহার দেন তারা।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে