স্পোর্টস ডেস্ক: সমর্থকরা সব সময়ই চায় তার পছন্দের দলে তারকা খেলোয়াড়দের সমাগম থাকুক। কিন্তু দলের তারকাদের ইনজুরি অথবা অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে মাঝে মাঝে ঘটে যায় নানা বিপত্তি। আরও বিপত্তি ঘটে তারকার অনুপস্থিতিতে যদি হয় কোন হাইভোল্টেজের ম্যাচ। তাহলে তো কথায় নেই।
ঠিক তেমনি ব্রাজিল দলের অধিনায়ক নেইমার কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে অশোভন আচরণের কারণে লাল কার্ড দেখে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন ।
তবে নেইমারকে দলে পেতে তার নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিলো ব্রাজিল ফেডারেশন। এবার নেইমারের চার ম্যাচ নিষেধাজ্ঞা কমানোর জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের করা আপিল খারিজ করে দিয়েছে দ্য কোর্ট অব আরবিট্রেশন (সিএএস)।
ব্রাজিলের হয়ে ইতোমধ্যে দু’ম্যাচ খেলতে পারেননি নেইমার। এমনকি ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরের দুই ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। তবে নেইমারকে দলে পেতে তার নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিলো ব্রাজিল ফেডারেশন।
কিন্তু সেই আপিল নাকচ করে দিয়েছে সিএএস। এক বিবৃতিতে সিএএস জানায়, তার দুই ম্যাচ নিষিদ্ধ থাকার বিষয়টি বহাল থাকবে। ব্রাজিলের হয়ে আগামী দু’ম্যাচে খেলতে পারবেন না তিনি।
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু