শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৪:৪৪:৫৯

নিজেকে নিয়ে ভীষণ চিন্তিত মাঠ কাঁপানো সেই আফ্রিদি

নিজেকে নিয়ে ভীষণ চিন্তিত মাঠ কাঁপানো সেই আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: দলে অভিষেক হয়েছিলেন বোলার হিসেবে। অথচ ব্যাটিংয়ে নেমে অবাক করে দিলেন বিশ্ববাসীকে। মাত্র ৩৭ বলের ঝড়ো ইনিংস খেলে তুলে নিলেন শতক। এই অবাক করা কান্ডে ক্রিকেট বিশ্ব শুধু অবাকই হয়নি তার চোখে দেখেছিল আগামীর পাকিস্তানকে।

হ্যা সেই আফ্রিদিই পাকিস্তানের কান্ডারি হয়ে দলকে নিয়ে এসেছেন অন্য এক মাত্রায়। কিন্তু কালের প্ররিক্রমায় এসে মানুষ যে খেই হারিয়ে ফেলে সেটা প্রমানিত হলো পাকিস্তানের এই ড্যাসিং অলরাউন্ডারের ক্ষেত্রে। বয়সের দিকটা বিবেচনায় রেখে টেস্ট ছেড়েছেন সেই কবেই। বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। একমাত্র আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনো খেলছেন শহিদ আফ্রিদি। দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে ব্যাট ও বল হাতে নেতৃত্ব দেয়ার কথা এই পাক অলরাউন্ডারের। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে অনেকটাই ‘নিষ্প্রভ’ এই মারকুটে ব্যাটসম্যান।

আর তাই আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে নিজের এই ফর্মহীনতা নিয়ে উদ্বিগ্ন এই ড্যাশিং অলরাউন্ডার। নিজের ফর্মহীনতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘ দলের সিনিয়র বোলিং ও ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও আমার পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না। তাই এ ব্যাপারে আমি ভীষণ উদ্বিগ্ন।

সদ্য টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। দেশে ফিরে তিনি লাহোর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সুবিধার জন্য করাচি থেকে নিজের বাসা পরিবর্তন করে লাহোরে উঠবেন বলে জানিয়েছেন।

পাকিস্তানের টি-২০ অধিনায়ক বলেন, ‘আমি (করাচি থেকে) লাহোরে উঠবো এবং আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সেখানেই থাকবো, যাতে করে পুরো-দমে ক্রিকেটে মনোযোগ দিতে পারি,  পরি্শ্রম ও কঠোর অনুশীলন করে নিজের সেরা ফর্ম ফিরে পেতে পারি। পাশাপাশি প্রধান নির্বাচক ও খেলোয়াড়দের সঙ্গে যেন নিয়মিত যোগাযোগ রাখতে পারি।’
৩৫ বছর বয়সী আফ্রিদি জাতীয় দলের হয়ে সর্বশেষ ১০টি টি-২০ তে মাত্র ১১০ রান করেছেন। বোলিংয়ে উইকেট নিয়েছেন মাত্র ছয়টি।

আফ্রিদি বলেন, ‘জাতীয় দলের হয়ে অনেক বছর খেলার পর ধারাবাহিকভাবে ভালো করতে না পারাটা হতাশাজনক। আমি জানি, কঠোর অনুশীলন এবং ক্রিকেটের প্রতি অখণ্ড মনোযোগ শিগগিরই আমাকে সেরা ফর্ম ফিরে পেতে সাহায্য করবে।’
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে