শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৫:০০:১৯

মিরপুরে ব্যাট হাতে সৌম্য সরকারের ভয়ঙ্কর সূচনা, অতঃপর যা হলো!

মিরপুরে ব্যাট হাতে সৌম্য সরকারের ভয়ঙ্কর সূচনা, অতঃপর যা হলো!

স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার সাতক্ষীরা থেকে উঠে এসেছেন জাতীয় দলে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসায় নিজ বিভাগের হয়ে জাতীয় লিগে খেলার সুযোগটা পেয়ে যান সৌম্য সরকার।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা মোট্টোর বিপক্ষে ব্যাট হাতে নামেন সৌম্য সরকার। সৌম্য সরকার নেমেই তার ভয়ঙ্কর রুপ দেখান।

৭ বলের পরিসংখ্যানে ৩ টি চার মারেন সৌম্য। রানের ক্ষুদায় যেন তাড়িত হন সৌম্য সরকার। সে কারণে নিজের খেলা সপ্তম বলটিকে ছয়ে পরিণত করার চেষ্টায় করেন। অতপর ইলিয়ান সানির তালুতেই বিসর্জন দেন নিজেকে।

খুলনার হয়ে তুষার ইমরান ফিফটি করেন। ৫ উইকেট হারিয়ে খুলনার রান যখন ২২৭ তখন ৮৭ রান নিয়ে শতরান করার দিকে এগিয়ে যাচ্ছেন মিথুন।

খুলনার আউট হওয়া ৫ জনের মধ্যে  ইমরুল কায়েস করেছেন ৭ রান, আনামুল হক বিজয় ৩৪ ও সৌম্য করেন ১৪ রান।

সাকিবের খেলার কথা ছিল এই দলে। তিনি নেই একাদশে তবে মুস্তাফিজ ঠিকই খেলছেন। মুস্তাফিজের বোলিং সামাল দিতে বেগ পেতে হতে পারে রাজশাহী দলের ক্রিকেটারদের।
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে