স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের উত্থানের সঙ্গে সঙ্গে পরিণত একজন পেসার হয়ে উঠছেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল কাটার-মাস্টার খ্যাত মুস্তাফিজের সাফল্যের ঝুলি। পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও অদম্য ছিলেন সাতক্ষীরার এই তরুণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চমকপ্রদ কিছু করে দলের সাফল্যে ভূমিকা রাখবেন-এমনই ছিল মুস্তাফিজের মানসিক প্রস্তুতি। খুলনার হয়ে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচেও দেখিয়েছিলেন ঝলক। সেখান থেকে জাতীয় দলের ক্যাম্পেও ছিলেন মনযোগী। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন গত দু’দিনে। সব প্রস্তুতি থামিয়ে আবার ফিরতে হচ্ছে জাতীয় লিগের ম্যাচে। কারণ, আসছে না অস্ট্রেলিয়া। বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সফরটি স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হঠাৎ এমন খবর শুনে হতাশ জাতীয় দলের তরুণ পেসার মুস্তাফিজ।
এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলে ভালো হতো। আমরা প্রস্তুত ছিলাম তাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য। আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছিল। টানা কয়েকটি সিরিজে ভালো করছিলাম আমরা।
৩ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস