শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৯:৪৮:৩৪

ধোনির গত পাঁচ ম্যাচের ফলাফল

 ধোনির গত পাঁচ ম্যাচের ফলাফল

স্পোর্টস ডেস্ক: গতকাল ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি মাঠে নেমেছিলেন ভারত ক্রিকেট দল। ঠিক এক বছর পর ভারত ঘরের মাঠে সিরিজ এবং প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা তখন একটা উত্তেজক সিরিজ হওয়ার মঞ্চ নিশ্চয়ই তৈরি হয় অন্য রকম। এতো ভালো কন্ডিশন-আয়োজন থাকা সত্ত্বেও ওদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারল না ধোনিবাহিনী। সিরিজের প্রথম ম্যাচেই হার মানতে হয় ধোনিকে।

বাংলাদেশের বিপক্ষে ২-১-এ সিরিজ হারার পর গতকালই প্রথম মাঠে নেমেছিলেন। আবারও হার। ২০০ রানের লক্ষ্যও রক্ষা করতে পারল না ধোনির বোলাররা! ভারত আগে কখনোই ২০০ বা এর বেশি রানের বেশি লক্ষ্য বেঁধে দিয়ে ম্যাচ হারেনি। এত রান করেও হেরে যাওয়া মেনে নেওয়া একটু কঠিনই। ধোনিও ঠিক হজম করতে পারছেন না। এই পরাজয়ে নিজেদের চেয়ে বেশি দায় যেন চাপাতে চাইলেন কন্ডিশনের ওপর। ২০০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হেরে যাওয়ার নজির এর আগে সব মিলিয়েই ছিল চারটি। চারটি হার, একটি জয়। এই হলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত পাঁচ ম্যাচের ফলাফল।
 

দলের বোলারদের যেমন হারের জন্য দায়ী করলেন, তেমন তাঁদের আড়াল করারও চেষ্টা করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ শেষে ধোনি বললেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা প্রচুর রান দিয়ে দিয়েছি ওদের। এক-একটা ওভারে বিপক্ষ ব্যাটসম্যানরা কুড়ি রান করে তুলে দিলে তো চাপে পড়তেই হবে। সেটাই হয়েছে।

দক্ষিণ আফ্রিকাকে কুড়ি ওভারে দুশোর টার্গেট দেওয়ার পরেও কেন সেই পুঁজি নিয়ে লড়াই করতে পারলেন না, কেন সুরেশ রায়নাকে বল করানো হল না— এ দিনের হারের পর সেই সব প্রশ্নও উঠে গেল। যার ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বললেন, রায়নাকে দিয়ে বোলিং করানো যেত হয়তো। কিন্তু এখানকার কন্ডিশন দেখে ওকে দিয়ে বল করালাম না। প্রথমত শিশিরের সমস্যা। তার উপর উচ্চতা। বেশ কঠিন অবস্থা ছিল এখানে। আর দুমিনি এত ভাল খেলছিল! ওকে যদি শুরুতেই আউট করে দিতে পারতাম, ভাল হত। ফারহানের সঙ্গে ওর পার্টনারশিপটাও আমাদের সমস্যায় ফেলেছে।

অক্ষর তো ভালই বল করে। সে ডান হাতিকে হোক কিংবা বাঁ-হাতিকে। এ রকম উইকেট, আউটফিল্ডে ঠিকঠাক মানানসই বল করাটাই আসল কথা। পরের ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের আরও ফলস শট খেলতে বাধ্য করতে হবে অবশ্য। যাতে তারা আউট হয়।
২২ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে