স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে অশোভন আচরণের কারণে লাল কার্ড দেখে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন ব্রাজিল দলের অধিনায়ক নেইমার। তবে নেইমারকে দলে পেতে তার নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিলো ব্রাজিল ফেডারেশন। ব্রাজিলের সেই চেষ্টাও বিফলে গেল। ফলে চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেকাওরা। অধিনায়কের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
নিষেধাজ্ঞা কোপাতেই ভোগ করেছেন ব্রাজিল অধিনায়ক। বাকি নিষেধাজ্ঞা যেন পরবর্তী কোপাতে প্রযোজ্য হয় সেই আশাতেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দারস্থ হয়েছিল ব্রাজিল। কিন্তু সেই আবেদন খারিজ করে ফিফার সিদ্ধান্ত বহাল রেখেছেন সিএএস। অর্থাৎ ব্রাজিলের পরবর্তী দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই বাকি শাস্তি ভোগ করতে হবে বার্সেলোনা ফরোয়ার্ডকে। ফলে ৮ ও ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।
৩ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস