রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৪:৪১

সানি-তাসকিনের জন্য চিন্তায় বিসিবি

সানি-তাসকিনের জন্য চিন্তায় বিসিবি

স্পোর্টস ডেস্ক : আরাফাত রহমান সানি ও তাসকিন আহমদের জন্য চিন্তায় বিসিবি। টাইগারদের সামনে দুটি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে সানি ও তাসকিনকে দলে নেয়ার বিষয়ে নানা চিন্তায় বিসিবি।

তাসকিন আহমেদ-আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন চলতি মাসেরর আট তারিখে। কয়েকদিন পরেই আসবে ফলাফল। ইতিবাচক ফলাফলের ব্যাপারেই আশাবাদী সবাই।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন-সানির অ্যাকশন পরীক্ষা নিয়ে কথা বলেনন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস।
 
১৪ দিনের মধ্যেই রেজাল্ট চলে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচকরা আশাবাদী তাদের (তাসকিন-সানি) ইতিবাচক ফলাফল আসবে। তাদের নিয়েই দল করা হবে।

এই বিসিবি কর্মকর্তা বলেন, খালি চোখে সবকিছু দেখা যায় না। আমাদের চোখে তারা ঠিক। যেহেতু এটা একটা বায়োমেকানিক্যাল ব্যপার, তাই কিছুটা জটিলই। তবে পরীক্ষা শেষে তারা ফিরতে পারবে বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে এখনো চূড়ান্ত দল ঘোষণা দেয়নি বিসিবি। সানি-তাসকিনের ফলাফল হাতে আসার পরে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
১৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে