রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০২:০৯:৪০

হেরেগেল মেসিবিহীন বার্সা

হেরেগেল মেসিবিহীন বার্সা

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। এই তালিকায় যুক্ত হয়েছেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ও রাফিনহা। তবে লিওনেল মেসির অভাবটা শনিবার হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে তারা হার মেনেছে ২-১ গোলে।

খেলার শুরু থেকেই বার্সেলোনার ওপর চাপ তৈরি করে সেভিয়া। কিন্তু পাল্টা আক্রমণে যেতে বেশি সময় নেয়নি লুইস এনরিকের দল। প্রথম সত্যিকারের সুযোগটি তৈরি করে তারাই। নয় মিনিটে সার্জিও বুসকেটসের হেড থেকে বিপজ্জনক জায়গায় বল পেলেও ক্রসবারের ওপর দিয়ে মেরে সেই সুযোগটি হাতছাড়া করেন মুনির এল হাদ্দাদি।

৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ভিসেন্তে ইবোরা। তাকে গোলে সহায়তা করেন দেহলি। তার বাড়িয়ে দেওয়া বল দারুণ হেডে জালে জড়ান ইবোরা (২-০)।

আট মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে সুয়ারেজের সামনে। নেইমারের কাছ থেকে চমৎকার পাস পেলেও ডিফেন্ডারকে ফাঁকি দিতে পারেননি উরুগুয়ের এই স্ট্রাইকার।

সেভিয়া এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি পেয়েছিল ২১তম মিনিটে। মাইকেল ক্রন-ডেহলির দারুণ পাসে কেভিন গামেইরোর শট সেবার কোনোমতে এক হাতে ফেরান চোট কাটিয়ে দলে ফেরা  ব্রাভো।

দুই মিনিট পরই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। নেইমারের অসাধারণ ফ্রি-কিক বারে লেগে গোল লাইনের সামনে দিয়ে ঘুরে চলে আসে।

৩৮ মিনিটে ফের সুযোগ পায় বার্সা। এবার মুনিরের কাছ থেকে পাস পেয়ে শট নেন সুয়ারেজ। কিন্তু উরুগুয়ের এই স্ট্রাইকারের শট লাগে ক্রসবারে।

বেনুইতের হ্যান্ডবলে পেনাল্টি পায় বার্সেলোনা। ৭৪ মিনিটে নেইমার ব্যবধান কমানোর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। লাস পালমাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও এবার গোলরক্ষককে পরাস্ত করে ঠিকই বল জালে পাঠান ব্রাজিলের অধিনায়ক।

পাঁচ মিনিট পরেই ম্যাচে সমতা ফিরতে পারতো বার্সা। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে শট নেন সান্দ্রো। কিন্তু তার শট বারে লেগে ফিরলে আবারও অতিথিদের হতাশ হতে হয়। শেষ দিকে সেভিয়ার ওপর  চাপ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি বার্সেলোনা।

এ হারের ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছেন কাতালানরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেভিয়া।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে