স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দলে নেই মেসি। এই ধাক্কা সামলাতে পারলো না বার্সালোনা। স্প্যানিশ লিগে শনিবার তারা ১–২ ব্যবধানে হেরে গেল সেভিয়ার কাছে। দ্বিতীয়ার্ধে সেভিয়ার ছয় মিনিটের একটা ঝড় তছনছ করে দিল বার্সাকে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৫২ মিনিটে মাইকেল ক্রন দেহলির গোলে এগিয়ে যায় সেভিয়া। ৫৮ মিনিটে ২–০ করে ফেলেন ভিসেন্ট ইবোরা।
৭৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন নেইমার। ম্যাচের ২৪ মিনিটে নেইমারের ফ্রি–কিক পোস্টে লেগে না ফিরলে বার্সাই এগিয়ে যেত। ৭ ম্যাচে বার্সালোনার ১৫ পয়েন্ট পেয়ে বার্সা আপাতত তৃতীয় স্থানে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রিয়েল মাদ্রিদ চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের ৬ ম্যাচে ১২ পয়েন্ট।
কাল মুখোমুখি রিয়েল–অ্যাটলেটিকো ফলে যেকোনও একটা দল জিতলেই বার্সালোনা চারে নেমে আসবে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিল্লারিয়েল।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি