রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৪:৩৭:০৫

এক ঝাঁক মহাতারকা নিয়ে ঝমকালো উদ্বোধন

এক ঝাঁক মহাতারকা নিয়ে ঝমকালো উদ্বোধন

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশামতোই মনকাড়া উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল চেন্নাই। নেহেরু স্টেডয়ামে দক্ষিণী নৃত্যগীতের অনবদ্য সংস্কৃতির ছোঁয়া দিয়ে শুরু, শেষ এ আর রহমানের সুরেলা গলায় জাতীয় সঙ্গীত পরিবেশনে শেষ। মাঝে চমকের পর চমক। অনেক আগেই নেহেরু স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও দক্ষিণী সিনেমার বাদশা রজনীকান্ত।

বলিউড তারকা অর্জুন কাপুর সঞ্চালকের ভূমিকায় আট দলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরই আইএসএলের থিম সংয়ের সঙ্গে ঝকঝকে পারফরমেন্সে মঞ্চ মাতান টু স্টেটস খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। এরপরই ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে শপথ নেন চেন্নাইয়ান এফ সি–র মালিক অভিষেক বচ্চন, মার্কিন ফুটবলার এলানো ও অ্যাটলেটিকো দি কলকাতার পোস্তিগা, স্টার ইন্ডিয়ার সি ই ও সঞ্জয় গুপ্তা।

মাতিয়ে দিলেন বলিউড কুইন ঐশ্বর্য রাই বচ্চন তার নৃত্যশৈলী দিয়ে। যা দেখে গ্যালারিতে বসা অমিতাভ ও জয়া বচ্চনের চোখেমুখে মুগ্ধতা ও গর্বের ছাপ ধরা পড়েছে বারবার। মঞ্চে ক্রিকেটের মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার পা রাখতেই নেহেরু স্টেডিয়ামের জনতা উত্তাল। মঞ্চ ফুড়ে উঠে এলেন আইএসএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। আসল চমক তো তখনই। ভিভিআইপি বক্সের নিচের অংশ থেকে হঠাৎই ভিন্টেজ কারে নেহেরু স্টেডিয়ামের ট্র্যাকে হাজির রজনীকান্ত।

তিনি গাড়িতে গোটা স্টেডিয়াম ঘুরে মঞ্চে উঠতেই দর্শকদের চিৎকারে কান পাতা দায়। নীতা আম্বানির হাতে রজনীকান্ত ফুটবল তুলে দিতেই, লেটস ফুটবল। ম্যাচ শুরুর ঠিক আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও সুরের বাদশা এ আর রহমানের গলায় ‘জনগণমন’য় ডুবে যায় শুধু নেহেরু স্টেডিয়ামই নয়, ভারত ও বিশ্বের যে কোনায় কোনায় ফুটবলপ্রেমীরা টিভিতে চোখ রেখেছিলেন তাদেরও ছুঁয়ে যায় জাতীয় সঙ্গীতের আবেগ ও মাদকতা। ফুটবলের মাধ্যমে আবার জুড়ে গেল এক, অখণ্ড ভারত।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে