স্পোর্টস ডেস্ক : বিশ্বের যে কোনো টিমের জন্য বিপজ্জ্বনক ব্যাটসম্যান শহীদ আফ্রিদি বিপিএলে যোগ নিয়েই নিজের সেরাটা উপহার দিবেন বলে নিজের মুখে জানিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টিতে সিরিজ জেতে পাকিস্তান। এই আফ্রিদি এবার মুখ খুলেছেন বিপিএল নিয়ে।
বিপিএল নিয়ে আগ্রহী হওয়ার বেশ কারণও রয়েছে। কেননা ২০১৫ সালটা ভালো কাটছে না তার। এ বছর ৭টি টি-টোয়েন্টিতে খেলে মাত্র ৮০ করেছেন। অন্যদিকে বোলিংয়েও হারিয়ে যাচ্ছে তার আগের রুপ।
পিটিআইকে আফ্রিদির বলেন, তার স্বস্তির যায়গা হতে পারে এখন ঢাকার মাটি। তিনি এখন ছন্দে ফিরতে মরিয়া। এ লক্ষ্যে বিপিএল ভীষণ কাজে দেবে বলে মনে করেন আফ্রিদি।
বিপিএলের প্রস্তাব পেলেই এক পায়ে খেলতে রাজি আফ্রিদি। বিপিএল আসরে খেলার মাধ্যমে ২০১৫ সালকে রঙ্গিন করে রাখতে চান পাকিস্তানের এই অলরাউন্ডার।
প্রসঙ্গত, বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন আফ্রিদি। বরিশালের বিপক্ষে ঢাকা গ্রাডিয়েটরসের হয়ে দলকে ফাইনাল জেতাকে মুখ্য ভূমিকা রাখেন তিনি। এবার কুমিল্লাহ লিন্ডেজ আফ্রিদিকে দলে নিতে মরিয়া।
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর