স্পোর্টস ডেস্ক : আইসিসি-র চেয়ারম্যান পদে কি আসতে পারেন সৌরভ? শ্রীনিকে সরিয়ে আইসিসিতে কি বোর্ডের প্রতিনিধিত্ব করতে প্রাক্তন ভারত অধিনায়ককে পাঠাবেন শশাঙ্ক মনোহর? বোর্ডের এসজিএমের আগে সৌরভ-মনোহর নৈকট্যের জেরে বোর্ডের একাংশে জল্পনা তুঙ্গে৷
আইসিসির প্রেসিডেন্ট হবেন সৌরভ গাঙ্গুলি! শশাঙ্ক-সৌরভ নৈকট্য নিয়ে নতুন জল্পনা৷ বোর্ডে প্রেসিডেন্ট পদে আসার পর আইসিসির কুর্সি থেকে শ্রীনিকে সরিয়ে সৌরভকে বসাতে পারেন মনোহর৷ বিসিসিআইয়ের এসজিএমের আগে বোর্ডের অন্দরমহলে এ-নিয়ে জল্পনা তুঙ্গে৷
নিয়ম অনুসারে, বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শ্রীনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোটাভুটি করা হলে, সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি শ্রীনির আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে থাকার ক্ষেত্রে আপত্তি জানায়, তাহলেই তাঁর জায়গায় আইসিসি চেয়ারম্যান হিসেবে আসতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক৷
২০০৪ সালের তিক্ততা এখন অতীত৷ নাগপুরে মনোহরের নির্দেশে তৈরি গ্রিন টপ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে ক্ষোভে ফেটে পড়েছিল সৌরভের ভারত৷ সেই ম্যাচে সৌরভের না খেলা নিয়েও কম বিতর্ক হয়নি৷
এবার বোর্ড সভাপতি পদে সরাসরি মনোহরের নাম প্রস্তাব করেছেন সৌরভ৷ পূর্বাঞ্চলের দুই সংস্থা সিএবি ও এনসিসি-ই শশাঙ্কের সভাপতি পদে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে৷ এবার কি বোর্ড থেকে সৌরভের মত নতুন কাউকে আইসিসি-তে সভাপতিত্ব করতে পাঠাবেন মনোহর? প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে৷-আনন্দবাজার
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর