বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৪:৫৩

বিপিএলে সাত দল কেন? জানা গেল আসল রহস্য!

বিপিএলে সাত দল কেন? জানা গেল আসল রহস্য!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের পর প্রায় দুই বছর বিরতি দিয়ে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় বিপিএলের তৃতীয় আসর। সেই আসরে ছিল ছয়টি দল। কিন্তু দ্বিতীয় আসরে ছিল সাতটি দল।

এরপর নানা রকম অনিয়ম ও অভিযোগের কারণে প্রায় দুই বছর মাঠে গড়ায়নি বিপিএল। এদিকে বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়বে এই বছরের নভেম্বরে ৪ তারিখ থেকে। এবারের আসরের অংশ নিচ্ছে ৭ টি দল। তবে বিপিএলের পরপরেই টাইগারদের নিউজিল্যান্ড সফর থাকায় চাইলেও দল পারাতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের নানা বিষয় নিয়ে কথা বলেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

ইচ্ছে থাকলেও এবার আর দল বাড়াতে পারেনি বিসিবি। এবারের আসরে অংশ নিতে আগ্রহী ছিল আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল ডাবল লিগ পদ্ধতিতে সব দলের সাথে দুইটি করে ম্যাচ খেলবে। দল বাড়ালে ম্যাচের সংখ্যা আরো বেড়ে যেত। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ৭ বা ৮ ডিসেম্বর বিপিএল সমাপ্ত হবার কথা রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড সফরের পূর্বে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করতে ৯ ডিসেম্বর দেশ ছাড়ার কথা টাইগারদের।

বিপিএলে বেশি দল হলে সেক্ষেত্রে শেষ হতে বেশি সময় লেগে যাবে, তাই আর দল না বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কাছে অনেক টিমই আগ্রহ দেখিয়েছে বিপিএলে টিম নেয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশ টিম নিউজিল্যান্ডে খেলতে যাবে। ওখানে যাওয়ার আগে আমাদের ক্যাম্প আছে অস্ট্রেলিয়ায়। এ জন্য সময় কম। তাই এ বছর সাতটা টিম নিয়েই আমরা বিপিএল করছি। আটটা টিম হলে ম্যাচ অনেক বেড়ে যেত।”

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের ইচ্ছেতেই নিউজিল্যান্ড সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। নিউ জিল্যান্ডের বিপক্ষে পূর্ণাজ্ঞ এই সিরিজ শুরু হবে একদিনের ম্যাচ দিয়ে। ২৬ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচ হবে ক্রাইস্টচার্চে। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে অনুষ্ঠিত হবে বাকি দুইটি একদিনের ম্যাচ। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন বছরে টি-টোয়েন্টি দিয়ে টাইগারদের পথচলা শুরু হবে।

২০১৭ সালের ৩ জানুয়ারী নেপিয়ারে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মাউনগানুইতে হবে বাকি দুইটি ম্যাচ। এদিকে প্রথম টেস্ট ওয়েলিংটনে শুরু হবে ১২ জানুয়ারি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট ম্যাচ ২০ জানুয়ারী থেকে। বিডিক্রিকটিম

২২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে