বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৮:০৫

এই বাড়িতেই ধোনি ফেলে এসেছেন ‘অমূল্য ধনসম্পদ’

এই বাড়িতেই ধোনি ফেলে এসেছেন ‘অমূল্য ধনসম্পদ’

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ধোনি প্রায় ছ’শ কোটি টাকার মালিক। তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সবার ঈর্ষার কারণ। ধোনির আদি বাড়ি আরও মূল্যবান! এই বাড়ি থেকেই তো একদিন যাত্রা শুরু হয়ছিল ধোনির। মহেন্দ্র সিংহ ধোনি এখন কিংবদন্তি। সব ট্রফিই তাঁর জেতা হয়ে গিয়েছে। চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পেতে চলেছে ধোনির বায়োপিক।

সেই ছবির দিকে তাকিয়ে গোটা ভারত। ধোনি সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন সবাই। বর্তমানে ধোনি প্রায় ছ’শ কোটি টাকার মালিক। তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সবার ঈর্ষার কারণ। আধুনিক জীবনযাপনের জন্য যা যা দরকার তা সবই আছে ধোনির বর্তমান অ্যাপার্টেমেন্টে। আর হবে না-ই বা কেন! ভারতের সফলতম অধিনায়ক বলে কথা! টাকার কুমীর তিনি। অথচ এই ধোনির ছেলেবেলা কেটেছে সম্পূর্ণ অন্যভাবে।

এখনকার মতো বিলাসবহুল জীবনযাপন ছিল না ছেলেবেলায়। এখনকার মতো স্বর্গীয় অ্যাপার্টমেন্টে থাকার কথা সেই সময়ে কল্পনাও করতে পারতেন না ধোনি। অবশ্য হওয়াও সম্ভব নয়। সময় যত এগিয়েছে, ততই ধোনি উন্নতি করেছেন।

একের পরে এক পরীক্ষায় পাশ করে তবেই আজকের জায়গায় এসে পৌঁছেছেন তিনি। আজ তাঁর কাছে সব আছে। তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে। সেই ছবিতে ধোনির ‘জার্নি’টা তুলে ধরা হয়েছে। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। রয়েছেন অনুপম খেরও।

তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টুইটারে। সেই ছবিগুলোতে মিলেমিশে রয়েছে ধোনির শৈশবের স্মৃতি। সেই স্মৃতি তো অমূল্য। বলতে গেলে, শৈশবের স্মৃতিআচ্ছন্ন সেই বাড়িতেই তো রয়েছে অজস্র ‘ধনভাণ্ডার’। আদি বাড়িতে গেলেই পাওয়া যাবে ছেলেবেলার ধোনিকে। এই বাড়ি থেকেই একদিন যাত্রা শুরু করেছিলেন আজকের ধোনি। 

ঐতিহাসিকদের কাছে সেই বাড়ির তো গুরুত্ব রয়েছে। ধোনির আদিবাড়ি মানুষকে নস্ট্যালজিক করে তুলছে। ধোনির গোটা জীবন জানতে হলে, শিকড়ের খোঁজ তো করতেই হবে। রাঁচির সেই আদি বাড়ি অর্থাৎ ধোনির ছেলেবেলা কেটেছে যেখানে, সেই বাড়ির ছবিই অনুপম খের পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ছবিগুলো দেখে ধোনি ভক্তরা টাইমমেশিনের সাহায্যে যেন পিছিয়ে যাচ্ছেন পুরনো দিনে। ফিরে যাচ্ছেন ধোনির ছেলেবেলায়। ফেলে আসা দিনের স্মৃতি সবসময়েই যে দামী।-এবেলা

২২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে