স্পোর্টস ডেস্ক: ভারতে প্যারা অ্যাথলিটদের যে অবস্থা কতটা শোচনীয় তা আরও একবার প্রমাণিত হল। তাইওয়ানের তাওইউয়ানে আয়োজিত অষ্টম এশিয়া প্যাসিফিক ডেফ গেমস-এ অংশগ্রহণ করতে যাচ্ছেন ভারত থেকে মোট ২৮ জন প্যারা অ্যাথলিট। সেই সূত্রেই দিল্লি গেছিলেন এই ২৮ জন। কিন্তু স্পোর্টস ইন্ডিয়া অথরিটির হোস্টেলে তাদের ঢুকতে দেওয়া হল না। উপরোন্তু তাদের রাত কাটাতে হল রাজধানীর ফুটপাথে। ওয়র্ল্ড রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ অ্যান্ড দ্য হার্ড অফ হিয়ারিং আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল।
টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী খেলোয়াড়দের শুরুতে ভিসা এবং পাসপোর্ট দিতেও রাজি হয়নি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। শুক্রবার রাতের দিকে অবশ্য হাতে আসে পাসপোর্ট ও ভিসা। এই খবর ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের কাছে পৌঁছালে তিনি জানান যত তাড়াতাড়ি সম্ভব তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু