বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৮:১৩

এক ম্যাচে ৪৩ গোল হজম করা সেই গোলকিপারকে গ্রেফতার করলো পুলিশ

এক ম্যাচে ৪৩ গোল হজম করা সেই গোলকিপারকে গ্রেফতার করলো পুলিশ

স্পোর্টস ডেস্ক : গোলের মালা বললেও কম বলা হয়৷ কলকাতা ময়দানের ১৯৪ গোলের কাছেও এটা শিশু৷ সেটা ছিল ১৯৮৩-র বিখ্যাত গড়াপেটার ঘটনা৷ তারপর এত লেখালিখি৷ কিন্তু দুনিয়ার কোথাও না কোথাও ফুটবল ম্যাচে এমন অবিশ্বাস্য ফলও হয়!

এটা জার্মানির নিচের ডিভিশনের একটা ম্যাচ৷ পিএসভি ওবেরহাউসেন এবং এসভি ভনডেরর্টের ম্যাচে এই অবিশ্বাস্য ৪৩-০ ফলটা হল৷ জিতল ওবেরহাউসেন৷ প্রথমার্ধে প্রতি দু’মিনিটে একটা করে গোল হজম করছিলেন ভনডেরর্ট গোলকিপার মার্কো কুইওটেক৷ কী করে, সেটাই বিস্ময়ের৷ শেষ পর্যন্ত ওবেরহাউসেনের ফুটবলাররা ক্লান্ত হয়ে দৌড়ানো বন্ধ করে দেন৷

দ্বিতীয়ার্ধে একটা সময় ভনডেরর্টের তিন জন ফুটবলার বসে যান৷ চোটের কারণ দেখিয়ে ওঁরা বসে যান৷ তখন ওবেরহাউসেনও ইচ্ছা করেই তাদের তিন জনকে সাইডলাইনের পাশে সরিয়ে দেয়৷ ম্যাচের ফলে কোনও ভাবান্তর ছিল না মূলত রিফিউজিদের নিয়ে গড়া ভনডেরর্টের ফুটবলার বা গোলকিপারের৷ যে কারণে পরদিন প্র্যাকটিস মাঠ থেকেই কুইওটেককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ কর্তৃপক্ষ৷ গড়াপেটার সন্দেহ তো আছেই৷ সেজন্যই জিজ্ঞাসাবাদ৷-সংবাদ প্রতিদিন
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে