রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০২:০০:৫৪

উর্দু বলে বিপাকে টাইগার দলের অধিনায়ক!

উর্দু বলে বিপাকে  টাইগার দলের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক:  আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের  সতর্ক করে দিয়েছিলো যে সফর চলাকালীন সময়ে তারা যাতে কোন ভাবেই সংবাদ মাধ্যমে উর্দু কিংবা হিন্দি কথা না বলে। তারপরও কেন যেন সেই ভুলটাই করে বসলেন পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সালমাকে বেশ কয়েকবার উর্দুতে কথা বলতে দেখা যায় বলে জানিয়েছেন সফরকারী দলের ম্যানেজরা শফিকুল হক হিরা। আর পাকিস্তানের পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি এটাও নিশ্চিত করেছেন যে, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি এই ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্টকে।

তিনি জানালেন, ‘আমাদের বলা হয়েছিল এখানে কোনও সাক্ষাতকার কিংবা কোন মিডিয়ার সাথে কথা বলতে গেলে  বাংলায় কথা বলাতে হবে। আর সেই নির্দেশনা আমাকে দিয়ে রেখেছে।’
বিষয়টি নিয়ে পত্রিকাটির দাবি করেছে, বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ সরকারের করা নির্দেশেই পাকিস্তান কিংবা ভারতে অবস্থানকালে বাংলাদেশের নারী ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তাদের উর্দু কিংবা হিন্দিতে কথা বলতে বিরত থাকতে বলা হয়েছে। আর এই, নীতির আওতায়, পাকিস্তানে উর্দুতে সালমা কথা বলায় তাকে শাস্তির মুখোমুখি হতে দেখলেও অবাক হওয়ার মত কিছু থাকবে না। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে