রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০২:০৬:১৭

বাঘিনীদের বোলিং তোপে অলআউট হয়েছে পাকিস্তান

বাঘিনীদের বোলিং  তোপে অলআউট হয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত খেলতে পারেনি পাকিস্তানের ক্রিকেটাররা। সালমাদের বোলিং তোপে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশের সামনে এখন সহজ রানের টার্গেট। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এখন।

এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাকিস্তানের নারী ক্রিকেট টিম। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আসে বিশমাস মারুফের ব্যাট থেকে। ৯২ রান করে লতার বলে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন নারিন আবিদি। এর পরে উল্লেখ করার মত নিদা ও জাবেরা দুইজনেই করেন ২১ রান।

বাংলাদেশের পক্ষে পক্ষে ৩ টি উইকেট নেন সালমা। লতা, নাহিদা, খাদিজা ও ফাহিমা একটি করে উইকেট লাভ করেন। বাংলাদের বোলিং ছিল নিয়ন্ত্রিত।

এখন জয়ের জন্য বাংলাদেশকে টপকাতে হবে ২১৪ রানে বাধা। প্রসঙ্গত, পাকিস্তানের কাছে এর আগে টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় বাংলাদেশ। এর পরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাঘিনীদের কন্ঠে।
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে