রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:০৭:৩৭

চলমান জাতীয় লিগে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করেছেন যেসব টাইগার ক্রিকেটার

চলমান জাতীয় লিগে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করেছেন যেসব টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি বলে হয়তো আক্ষেপ থাকার কথা নয় এবার!। এই সুবাধে জাতীয় দলের ক্রিকেটাররাও সবার সাথে তাল মিলিয়ে ঘাম ঝড়াচ্ছেন বিভাগীয় লড়াইয়ে। এখানে টাইগাররা দেখাচ্ছেন চমকের পর চমক।

ব্যাট হাতে ঝলকের পর ঝলক দেখা যাচ্ছে টাইগারদের ব্যাটে।  চলমান জাতীয় লিগে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের নতুন পরিচয় সবাইকে জানানোর সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ব্যাটসম্যান।

চলমান জাতীয় লিগে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি যারা করেছেন তাদেরকে উপস্থাপন করার জন্যই এবারের এই প্রতিবেদন। রোববার বিকাল আড়াইটা পর্যন্ত বিভিন্ন ম্যাচের চিত্র পর্যবেক্ষণ করা হয়েছে।

এই সমীক্ষণে ৪ জন ব্যাটসম্যান করেছেন সেঞ্চুরি অন্যদিকে ডাবল সেঞ্চুরি করেছেন এক ব্যাটসম্যান। ঢাকা বিভাগের হয়ে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি করেছেণ নাফিদ চৌধুরী।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি। ১১ টি চার ১ টি ছয়ের মার ছিল ওই ইনিংসে।

চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১৬ চারের মার রয়েছে ওই ইনিংসে।

খুলনার মোহাম্মদ মিঠুন খেলেছেন ১৮৬ রানের ইনিংস। রাজধানীর মিরপুর স্টেডিয়ামে ঢাকা মেট্টোর বিপক্ষে জ্বলে ওঠে তার ব্যাট। ২৪ টি চারের মার রয়েছে তার ব্যাটে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের হয়ে সিলেটের বিপক্ষে ১০২ রান করেন ফাইজাল মাহমুদ রাব্বি। তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ৩টি ছয়ের মার।

একমাত্র ডাবল সেঞ্চুরি করেন মোসাদ্দেক হোসেন। সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে এই কীর্তি তার। ২০০ রানের অপরাজিত ইনিংসে ১৫ টি চার ও ৭ টি ছয়ের মার রয়েছে।

প্রসঙ্গত, এই প্রতিবেদনে অপরাজিত থাকা একমাত্র ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।
৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে