শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৬:১৭

বিরল রেকর্ড গড়ার পথে সাকিব

 বিরল রেকর্ড গড়ার পথে সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়তে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের আর কোনও ক্রিকেটার এ রেকর্ড গড়তে পারেননি।
 
দেশের হয়ে টেস্ট ও টি-২০ তে আগেই সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পর এবার ওয়ানডেতে মাত্র দুই উইকেট তুলে নিলেই সাকিব এ বিরল রেকর্ড গড়তে পারবেন।
 
মাসের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজেই ভাঙতে পারে এ রেকর্ড।
 
এখন পর্যন্ত টাইগারদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন আবদুর রাজ্জাক। তার জুলিতে রয়েছে ২০৭টি উইকেট। ২০৬টি উইকেট নিয়ে সাকিব রয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। আর ২০৩ উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
এদিকে টেস্টে ১৪৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব। সাদা পোশাকে ১০০ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর তিন নম্বরে রয়েছেন মাশরাফি (৭৮ উইকেট)।
 
এছাড়া টি-২০ ফরম্যাটে শীর্ষে থাকা সাকিবের সংগ্রহ ৬৫ উইকেট। ৪৪ উইকেট নিয়ে এরপরেই রয়েছেন রাজ্জাক। ৩৯ উইকেট নিয়ে তিন নম্বরে অবস্থান আল আমিনের।-যুগান্তর
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে