শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৭:৩০

চাপে ভারত

 চাপে ভারত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের শুরু থেকেই বেশ চাপে ভারত। শুরুতেই অল আউট হয়ে যায় বিরাট বাহিনী। জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে ৪৭ ওভারের পরে খেলায় বাদ সাধে বৃষ্টি।

কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরই প্রশ্নটা চারপাশে ঘুরপাক খাচ্ছিল যে দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ইনিংস কতক্ষণ স্থায়ী হবে? কিন্তু, এদিন দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই ভারতের দশম উইকেটের পার্টনারশিপে ২৭ রান যোগ হয়। ফলে ভারতের রান প্রথম ইনিংসে ৩০০ গণ্ডী পার করে যায়। কিন্তু, ওয়াগনারের লেগ-সাইডের কোমর সমান বল থেকে শরীর সরাতে গিয়ে গ্লাভস-এর ছোঁয়ায় কট-বিহাইন্ড হয়ে যান উমেশ। ফলে ভারতের ইনিংশ শেষ হয়ে যায় ৩১৮ রানে। রবীন্দ্র জাদেজা ৪২ রান করে অপরাজিত থাকেন।

ভারতের প্রারম্ভিক তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, মুরলি বিজয় এবং পূজারা ছাড়া কাউকেই মনে হয়নি টেস্ট খেলতে নেমেছেন। বিরাট কোহলি থেকে রাহানে, অশ্বিন, ঋদ্ধিমানরা যেভাবে আউট হয়েছিলেন তাতে সকলেই বিস্মিত হয়েছিলেন।  

মিডল অর্ডারে রোহিত শর্মাকে নিয়ে সকলেরই নজর ছিল। কিন্তু, রোহিতের কাছে যে ইনিংসটা ভারতের চাই এদিন ক্রাইসিস পিরিয়র্ডে তা ফের দিতে ব্যর্থ হন রোহিত। তাঁর মতো উঁচুদরের ব্যাটসম্যান এমন দিনে ৩৫ রান করলে তাতে যে কাজ হবে না, তা তিনি কবে বুঝবেন তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন উমেশ। ফিরিয়ে দেন গুপ্তিলকে। তিনি করেন ২১ রান। ৪৭ ওভারের শেষে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৫২।-এবেলা
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে