রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৫:০১:০৪

ডাবল সেঞ্চুরি করে আশরাফুল-নান্নুদের পাশে বাংলাদেশি সেই ক্ষুদে টাইগার

 ডাবল সেঞ্চুরি করে আশরাফুল-নান্নুদের পাশে বাংলাদেশি সেই ক্ষুদে টাইগার

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তির দেশ গুলোর ব্যাটসম্যানদের মত আমাদের দেশের ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ডাবল সেঞ্চুরির লিস্টটা খুব বেশি বড় নয়। যে দুয়েক এক জন আছেন তাদের মধ্যে হাবিবুল বাশার, মিনহাজুল আবেদিন নান্নু ও আশরাফুল।

সেই তিন জন কৃতী ব্যাটসম্যানের পাশে নাম লেখানোটা আগেই করে ফেলেছিলেন অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। আর তিনটি ডাবল সেঞ্চুরি করে মোসাদ্দেক যেন ছাড়িয়ে গেলেন সবাইকেই। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ১৭ তম আসরের দ্বিতীয় রাউন্ডের খেলায় বরিশাল বিভাগের এই ব্যাটসম্যান ২৪৫ বলে ২০০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন।

ক্যারিয়ারের মাত্র ১২ তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে পেয়ে গেলেন তৃতীয় ডাবল সেঞ্চুরি। এর মধ্যে ২৮২ রানের একটা ইনিংসও আছে।

১৫ চার আর সাত ছক্কার এই ইনিংসের সুবাদে সিলেট বিভাগের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা কামরুল ইসলাম রাব্বির দল নয় উইকেটে ডিক্লেয়ার করার আগে করতে পারে ৫২৭ রান। ১০৩ রানের ইনিংস খেলেন ফজলে মাহমুদ।
৪ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে