শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৯:১০

ইনফর্ম সালমান বাটের আশা

ইনফর্ম সালমান বাটের আশা

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং পাপে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাট হাতে ফর্ম দেখাচ্ছেন সালমান বাট। তবে পাকিস্তান জাতীয় দলে ফিরতে পারবেন কিনা এ নিয়ে সন্দিহান তিনি নিজেও। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর সেপেম্বরে মাঠে ফেরেন ৩১ বছরের সালমান বাট। আর প্রত্যাবর্তনে পাকিস্তানের জাতীয় ওয়ানডে আসরে ১০৭ গড়ে তার সংগ্রহ ছিল ৫৩৬ রান।

তবে গত এপ্রিল-মেতে সর্বশেষ ওয়ানডে আসরে পাঁচ ইনিংসে তার সংগ্রহ সাকুল্যে ১৩৫। ফের ব্যাটে রান পান তিনি সদ্য পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপ আসরে।  পাকিস্তানের এ বাঁ-হাতি ওপেনার আসরে করে দ্বিতীয় সর্বাধিক ৩৫০ রান।  আর শুক্রবার সালমান বাট বলেন, ফেরার পর থেকে যখনই ব্যাট হাতে ভালো করছি, আমার কাছে স্বস্তি লাগছে। আমি জানি না বোর্ড আমাকে দলে দেখতে চায় কিনা। তবে আম,ার লক্ষ্য ওটাই। দল ভালো করতে থাকলে যদিও নতুন কারো সুযোগ পাওয়া কঠিন। ২০১০ লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে আইসিসির নিষেধাজ্ঞা পোহান পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে ফের পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন পেসার আমির। লর্ডস টেস্টে জুয়াড়িদের ফরমায়েস ও অধিনায়ক সালমান বাটের নির্দেশে ইচ্ছাকৃতভাবে নো-বল করেন আমির।-এমজমিন
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে