শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৯:৩১

উরি কাণ্ডের জেরে ভিসা পেলেন না শোয়েব আখতার

উরি কাণ্ডের জেরে ভিসা পেলেন না শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: উরিতে ভারতীয় সেনাবাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনার জের পড়ল কানপুরে ভারতের ৫০০ নম্বর টেস্টেও! ভারতে আসার জন্য ভিসা পেলেন না শোয়েব আখতার। প্রাক্তন পাক এই পেসারের ভারত-নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল। একটি সর্বভারতীয় চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবেও টিভিতে মুখ দেখানোর কথা ছিল তার।

কিন্তু জানা গিয়েছে, ভিসা সমস্যায় আটকে গিয়েছেন শোয়েব আখতার। কবে ভিসা পাবেন, তা নিশ্চিত নয়। তবে শোয়েবকে কানপুরে পাওয়া যাচ্ছে না, তা নিশ্চিত। কলকাতা বা ইন্দোরে পরের দুই টেস্টে পাওয়া যাবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই।

শুধু এই টেস্ট সিরিজই নয়, উরির ঘটনার সুদূরপ্রসারী প্রভাব ভারত-পাক ক্রিকেট সম্পর্কেও পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ক্রিকেট মহলে। যদি পাকিস্তান ক্রিকেটারদের ভারতে আসা বন্ধ হয়ে যায়, তা হলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে কেকেআরের। এমনিতে ধারাভাষ্যকার হিসেবে ভারতে নিয়মিত যাতায়াত করেন তিনি। উরি কাণ্ডের জের চলতে থাকলে ভারতে আক্রমের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

একই সমস্যা হতে পারে রামিজ রাজারও। ভারত-পাক সিরিজ না হলেও এ দেশে আইপিএল-সহ বেশির ভাগ সিরিজের চেনা মুখ রামিজ। এখন যা গতিপ্রকৃতি, তাতে সবার ভারতে আসাই তীব্র ধোঁয়াশায় ঘেরা।-এই সময়
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে