স্পোর্টস ডেস্ক: বিফলে গেল সালমা বাহিনীর সারা দিনের পরিশ্রম। পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই ম্যাচ ওয়ানডে সিরিজও ঘুরে দাঁড়াতে পারলেন না বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের করা ২১৪ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করতে সক্ষম হয় বাংলার বাঘিনীরা। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান নারী ক্রিকেট দল।
রোববার করাচির সাউদান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২১৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সালমারা। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন রুমানা আহমেদ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট দখল করে নিয়েছেন আনাম আমিন।
এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১৪ রান করে পাকিস্তান নারী ক্রিকেট দল। দলের পক্ষে বিসমাহ মারুফ সর্বোচ্চ ৯২ রান করেন। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের বিসমাহ মারুফ।
৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস